চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ছোট শলুয়া গ্রামে মায়ের উপর অভিমান করে ঘাসমারা বিষখেয়ে মফিজুল ইসলাম (২৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া ফার্ম পাড়ার রহিম মিয়ার ছেলে।
ঘটনার বিবরনে জানাগেছে গত ২৫ ফেব্রুয়ারী মায়ের উপর অভিমান করে সবার অজান্তে জমিতে দেওয়া ঘাষমারা বিষপান করে।পরে বাড়ির লোকজন জানতে পেরে সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।কর্তবরত ডাক্টার চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে। ঘটনার ১১ দিনপর মঙ্গলবার ৭ মার্চ রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। তার মৃত্যর খবর গ্রামে পৌছালে নেমে আসে শোকের ছায়া।
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন কারো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।তবে এঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।