চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে ঝিনাইদহ র্যাব-৬।
গত শুক্রবার সন্ধ্যার দিকে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালানা করে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয় ৪ জন মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে আবদার আলী (৩৪), সরাবদ্দীনের ছেলে ফজলু আলী (২৯) ও একই উপজেলার দর্শনা থানাধীন এলাকার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মোজাপ্ফর হোসেন (৫০) এবং কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রশিদকে (৫০)।
ঝিনাইদহ র্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ ক্যাম্পের র্যাব-৬, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বড়সলুয়া গ্রামস্থ কলেজ মোড়ের ফজলুর রহমানের মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্সের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর।
এসময় ১০৮ বোতল ভারতীয় ফেনিডিল উদ্ধার সহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকার সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে আবদার আলী, সরাবদ্দীনের ছেলে ফজলু আলীকে।
একইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের জনৈক মোজাপ্ফর হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ১ হাজার ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মোজাফফর হোসেন (৫০) এবং কুড়ুলগাছি
ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রশিদকে (৫০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।