দর্শনা স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কমিটির চেয়ারম্যান আলমগীর। এসময় দর্শনা বন্দরের আন্তর্জাতিক জয়নগর সীমান্তের জিরো পয়েন্টে স্থলবন্দর বাস্তবায়নে পরিদর্শনটিম সীমান্তের পয়েন্ট ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে জেনারেল এডিশনাল সেক্রেটারি ও বন্দর বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলমগীর সাংবাদিকদের বলেন, আগমী দুই বছরের মধ্যে দর্শনায় পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসাবে গড়ে তোলা হবে নব নির্মিত বিল্ডিং।
তিনি আরও বলেন, আমরা দর্শনা বন্দরটি ২০০৪ সালে অনুমোদন হাতে পেয়েছি সেই থেকে আমরা জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছি। দর্শনা বন্দরকে পুর্নাঙ্গভাবে বাস্তবায়ন করতে আগামী দু’বছরের মধ্যে জমি অধিগ্রহন সহ অন্যান্য কাজ এগিয়ে নেয়া হবে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সি এ্যান্ড এফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা বাসষ্ট্যান্ড বাজার কমিটির সাধারন সম্পাদক ওমর আলী, কাষ্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ও বিশিষ্টি সি এ্যান্ড এফ ব্যবসায়ী রফিকুল ইসলাম, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দর্শনা বন্দর বাস্তবায়নের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, জেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল মুন্না বিশ্বাস, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা কাস্টমস সহকারী কমিশনার সারাফত হোসেন, রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবির, আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জহির হোসেন, দর্শনা আইসিপি বিজিবি পোষ্ট কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক হারুন-অর-রশিদ, দর্শনা সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ন-আহবায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, উলুম, দর্শনা প্রেসক্লাবের সকল সাংবাদিকেরা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পরে দর্শনা আন্তর্জাতিক বিজিবি সম্মেলন কেন্দ্রে বিভিন্ন আলোচনা করেন বন্দরটি বাস্তবায়ন সম্পর্কে।
এ সভায় উপস্থিত ছিলেন যশোর বেনাপোল স্থলবন্দর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ করিম খান, ভূমি অধিগ্রহন কর্মকর্তা জসিম উদ্দিন, চুয়ডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার, চুয়াডাঙ্গা এন.এস.আই পরিচালক জামিল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি, দর্শনা আইসিপি বিজিবি পোষ্ট কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক হারুন-অর-রশিদ দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারন সম্পাদক ও সাংবাদিক সমিতির বর্তমান সাধারন সম্পাদক হারুন-রাজু।
উল্লেখ্য, গত ২৬ শে ফেব্রুয়ারী দর্শনা স্থল পথ কে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর।