দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল সহ এক নারি মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অফিসার ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায়।
অভিযান পরিচালনাকালে আটক করা হয় ফজলুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৫৬) কে। আটককৃত রহিমার বসতঘর আনোয়ারপুর কেরুর টেডি কোয়াটার থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল।
এ ঘটনায় আসামি মোছাঃ রহিমা বেগম (৫৬) কে গ্রেপ্তার ও তার ছেলে মোঃ সাগর হোসেন (২৬) কে পলাতক আসামি করে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্য়লয়ের ইন্সপেক্টর আব্দুল্লা আল মামুন।
এ দিকে মুক্তিযোদ্ধা সন্তান সাগর সাংবাদিকদের লিখিতভাবে জানায় আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। প্রতিবেশী বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে আমাকে ফাঁসানোর পাঁয়তারা করে আসছিল।
আমি বাড়িতে না থাকায় সুযোগে তারা এ ফেন্সিডিল আমার বাড়ি বাইরে পিছনের দিকে রেখে মাকে ও আমাকে ফাঁসিয়েছে। ঘটনার সঠিক তদন্ত করা হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে।