দর্শনায় ২২ টি স্বর্ণের বার সহ আটক বাংলার রিমান্ড শেষে কারাকাগারে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার তার রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে মামলার আয়ু দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ চুয়াডাঙ্গা আদালতের মহামান্য বিচারকের নিকট ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালতের বিজ্ঞ আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করলে আসামী সাঈদ খান ওরফে বাংলাকে দর্শনা থানা পুলিশ থানা হেফাজতের কাষ্টরিতে রেখে ১ দিন জিজ্ঞাসাবাদ শেষে গত শুক্রবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করেন। এ রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিজ্ঞ বিচারক মোছাঃ জহুরা খাতুন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল বুধবার সকালের দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে উথলী এলাকা হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনার দিকে গমন করবে। অতঃপর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথলী এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে।
এমন অবস্থায় পৌনে ১১ টার দিকে মোটরসাইকলে আরোহী উথলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে থাকার সময় এ্যাম্বুশ দল পিছু ধাওয়া করে দর্শনা রেল ক্রসিং এর পাশে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের স্বর্ণ (২২টি বার) এবং ১টি মোটরসাইকেল সহ সাঈদ খান (৪২) নামের একজনকে আটক করে। আটককৃত ব্যাক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দর্শনা মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
আটকৃত স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৭৪ লক্ষ ৮৯ হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে ব্যাটালিয়নের সহকারী পরিচাল মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে জানিয়েছেন।