চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মাড়াই মওসুম উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় কেরুজ কেইন কেরিয়ার চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানীর চিনি কারখানায় শুধুমাত্র গত মৌসুমেই ৭২ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে ৩জন মন্ত্রী এবং বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে চিনিকলের কেইন কেরিয়ার চত্বরে শুধুমাত্র দোয়া মাহফিলের পরপরই শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে কেইন কেরিয়ারে (ডোঙ্গায়) আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এ ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ এলাকার আখচাষী নেতৃবৃন্দ।
উদ্বাধনী অনুষ্ঠান শেষে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স থেকে দেশের ১৫টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও আখ চাষিদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী, সচিব ও চেয়ারম্যান।
উল্লখ্য, চলতি মাড়াই মৌসুমে কেরু কোম্পানীর ইতিহাস সর্বনিন্ম মাত্র ৪৪ কার্যদিবসে ৫৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করা হবে। এরমধ্যে চিনিকলের নিজস্ব জমিতে ৯৮৯ একর এবং কৃষকের ৩ হাজার ৬৩৮ একর জমির আখ যা মাড়াই করে ৭ দশমিক হারে ৩ হাজার ৩৮৯ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবার সম্ভাবনা ক্ষীণ।