দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় থ্রিপিচ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নির্দেশে দুপুর সোয়া ১২টার দিকে থানার এসআই আহম্মেদ আলী বিশ্বাস, এসআই হারুন অর রশিদ সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ার পাড়ায়।
এসময় উক্ত পাড়ার জনৈক আবেদা বেগমের বাড়ীর পার্শ্বের বাঁশ বাগানের নীচ হতে ৭২ পিচ ভারতীয় থ্রী-পিচ সহ গ্রেফতার করা হয় জসীম উদ্দিন (৩২) নামের এক জনকে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকার আজগর আলীর ছেলে।
সে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার মাসুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ব্যাপারে দর্শনা থানায় একটি মামলা রুজু করেছে পুলিশ।