দর্শনা পৌরসভার কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেমে বিতরণের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা পৌর মিলনায়তনে কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেম বিতরণ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এ অনুষ্ঠানের শুরুতেই কর বিভাগের কর্মকর্তা সরোয়ার হোসেন ডিজিটাল বিলিং সর্ম্পকে আলোচনা করেন। দর্শনা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, দর্শনা পৌর সভার এটি একটি ভাল উদ্যোগ।
মেয়রকে উদ্যেশ্য করে বলেন, সময়ের সাথে সাথে ডিজিলাইজড করা হলো। বিলিং সিস্টেম যদি তৎক্ষনিক সমস্যা হয় তাহলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। দর্শনা পৌর এলাকায় ব্যপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর দর্শনা থানায় উন্নীত হয়েছে। ইনশাল্লাহ যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।
মাননীয় প্রধান মন্ত্রি ডিজিটাল করার ঘোষনা দিলে আনেকেই নাক সিটকিয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে সাথে এগিয়ে যেতে হবে।
দর্শনা মুজিবনগর সড়ক প্রস্থ ও উন্নয়ন করতে ১শত কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা সরকার বরাদ্ধ দিয়েছে।
দর্শনা কাষ্টমস প্রশিক্ষণ কেন্দ্র নির্মানে ১শত কোটি ৩৯ লাখ টাকা বরাদ্ধ হয়েছে। দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলেই প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।
মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনা পৌর সভার পৌর কর, ট্রেড লাইসেন্স বিল এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি ও প্রতিষ্ঠানে দিয়ে আসা হবে। আপনার সোনালী ব্যাংক অথবা পৌর সভায় দিয়ে যেতে হবে। সময়ের মধ্যে বীল পরিশোধ করা হলে সে ক্ষেত্রে ১০% ছাড় পাবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, বিলিং সিস্টেম বাংলাদেশে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
আমি দর্শনা পৌর সভাকে ধন্যবাদ জানাই সকল নাগরিকের হোল্ডিং কর ডিজিলাইজেশন করার জন্য। মাননীয় প্রধান মন্ত্রি দেশকে ডিজিলাইজড করতে নানা উদ্যোগ গ্রহন করেছে। তার অংশ হিসাবে দর্শনা পৌরসভা বিলিং সিস্টেম ডিজিলাইজড হলো। এরপর কেরু কোম্পানীকে পরিচলনায় এলাকার সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
এছাড়া বক্তব্য রাখেন, দর্শনার সরকারী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাবেক উপাধ্যক্ষ মোশররফ হোসেন ও আকমত আলী।
এসময় জাহিদুল ইসলম, সাবেক শিক্ষক হুমায়ন কবিরসহ বেশ কয়েকজনের হাতে ডিজিটাল বীল তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কর্মকর্তা হারুন অর রশিদ।
দর্শনা প্রতিনিধি