দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান মারা যান গত মাসের ২৭ তারিখে। মেয়রের মৃত্যুতে দর্শনা পৌর উপ-নির্বাচন আসন্ন। এ নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী করণের দাবী ওঠে আতিয়ার রহমান হাবুকে। শুরুতে ঈশ্বরচন্দ্রপুর থেকে এ দাবী করা হলেও ধীরে ধীরে পৌরবাসির দাবীতে পরিণত হয়েছে।
দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে আসন্ন দর্শনা পৌর উপ-নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী মেয়র প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবু আলোচনা এসেছেন। এ সময় বক্তারা আতিয়ার রহমান হাবুকে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষনা করেন।
শুক্রবার বিকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিতসভার সভাপতিত্ব করেন, পৌর আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
প্রধান অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর আ.লীগের যুগ্নসম্পাদক গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা হাজি জাহিদুল ইসলাম, হাজি ইদ্রিস আলী, মোজাহারুল ইসলাম, হাজি আ. জলিল, বিল্লাল হোসেন, হুমায়ন কবীর, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান। সাবেক দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ততকালীন আ.লীগের বর্ষিয়ান নেতা প্রয়াত শামসুল ইসলামের জ্যোষ্টপুত্র মতিয়ার রহমানের মৃত্যুর কারণে পৌরবাসি সহ দলীয়ভাবে তার মেজো ছেলে দামুড়হুদা উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সিএ্যান্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমানকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায়। সে লক্ষে আ.লীগের বর্ধিতসভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।