চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ১শ ৪৯ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের সাথে সংযুক্ত ৮০০ মিটার ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১১ টার দিকে দর্শনা কেরু চিনিকালের মেইন গেটের সামনে এই ড্রেন নির্মানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য আরেকবার নৌকায় ভোট দিন। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এসরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এ সরকারের কোন বিকল্প নেই। তাই আসুন দলমত ভুলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জাতী উন্নত হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কর্মকর্তা চুয়াডাঙ্গা রোড এন্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলী মনসুর বাবু, দর্শনা পৌরসভার নব নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, ঠিকাদার মোঃ জহুরুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ শাহাব উদ্দীন, ইদ্রিস আলী, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁন সহ রাজনৈতিক, সুধিমহল উপস্থিত ছিলেন।