ইউরোপীয় ইউনিয়নে আগামী পাঁচ বছরে ১০ হাজার চাকরি সৃষ্টির পরিকল্পনা করেছে ফেসবুক। ‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসাবে ওই অঞ্চল থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। রোববার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড থেকে কর্মী নেওয়ার ইচ্ছা রয়েছে তাদের। জুলাইয়ে মেটাভার্স পরিকল্পনা তুলে ধরেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। মেটাভার্স শব্দটি এমন এক ডিজিটাল বিশ্বের সংজ্ঞা দিতে ব্যবহার করা হচ্ছে, যেখানে থ্রিডি পরিবেশে একাধিক মানুষের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। সম্প্রতি মেটাভার্সের প্রথম ধাপ হিসাবে একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক।