“বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রুধিতে করি জীবন দান” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৬ ই ডিসেম্বর (সোমবার) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপরে সকাল ৮টায় নাটুদাহ আটকবর স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ, উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, আড়ম্বরপূর্ণ ভাবে বিজয় মেলার উদ্বোধন, উপজেলা অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পড়িবারের সদস্যদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের চিরগৌরবের দিন।আজ পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন।
১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে এই দিনে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজকের দিনটি একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরগৌরব ও আনন্দের, ঠিক তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, প্রাণিসম্পদ কর্মকর্তা লিলিমা আক্তার হ্যাপি, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, খাজা আবুল হাসনাত, বিলাল উদ্দিন, রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সুধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী, মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ। বিজয় মেলায় কৃষি, কুটির শিল্প ও উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পন্যের প্রদর্শনসহ মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। দামুড়হুদা উপজেলায় মোট ৩৮০ জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এর মধ্যে জীবিত ১৮২ জন মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ,
বাইবেল থেকে পাঠ করেন রেভারেন্ড ডমিনিক মন্ডল।