দামুড়হুদার নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামের কৃষক সোহারাব আলীর জমিতে থাকা আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার এ বিষয়ে ভুক্তভোগী মেহেরপুরে সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রতন শেখ, নাঈম শেখ ও তৌওমিল শেখের নিকট ২০০৭ সালে কবলা দলিলে ১.০০ একর জমি ক্রয় করে দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের সোহারাব আলী। আর সেই সময় থেকেই তিনি ভোগ দখল করে আছেন। কিন্তু গত পরশু তারা জমিতে প্রবেশ করে আম গাছ কর্তন করে। এছাড়া জমিতে থাকা ঘাসও কেটে নিয়ে গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী সোহরাব আলীর ছেলে ফারুক হোসেন অভিযোগ করে বলেন আমার বাবা তাদের কাছ থেকে জমি ক্রয় করে। কিন্তু ২০২১ সালে তারা হয়রানি মূলক মামলা করে। বর্তমানে মামলা বিচারাধীন। বর্তমানে ওই জমিতে পুকুর খনন করার চেষ্টা করছে তারা। এ বিষয়ে মেহেরপুর সেনাবাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সোহারাব আলীর ছেলে মোঃ ফারুক।