দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের মাঝপাড়ার মিলন হালসোনার বাড়ির পিছনে গোবরের গাদার ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় পুরাতন কাপড়ের টুকরা দ্বারা মোড়ানো দেশীয় ১টি পুরাতন রিবলবার, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) আজ মঙ্গলবার দুপুর ১২ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর বিওপি’র সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র গুলি ও ফেন্সিডিল জব্দ করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবি’র ব্যাটালিয়ন সদরে জমাকরণের পাশাপাশি দামুড়হুদা থানায় একটি জিডি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পক্ষ থেকে পিস্তল ও গুলি উদ্ধারের বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।