দামুড়হুদার জয়রামপুরে মাটির রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলাস্থ যাত্রী ছাউনির পার্শ্ব হতে মোজাম্মেলের জমি পর্যন্ত।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিংবন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীন এক হাজার মিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, ঠিকাদার হায়দার আলী, আওয়ামী লীগ নেতা আহসান কবীর রিপন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক রায়হানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহসহ জয়রামপুর কুমারীদহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী জাকির হোসেন।