দামুড়হুদা ডুগডুগী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূর ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে । দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।
গতকাল বুধবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত জেসমিনা খাতুন আলমডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাগাদি গ্রামের শাহিন আলী বিশ্বাস এর মেয়ে।
পারিবারিক সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাগাদি গ্রামের শাহিনের মেয়ে জেসমিনের সাথে ডুগডুগি গ্রামের আব্দুল আজিজের ছেলে মিঠুনের সাথে পাঁচ বছর পৃর্বে বিবাহ হয়। পরে জেসমিনের কোল জুড়ে আসে এক ছেলে সন্তান তার বয়স প্রায় ৪ বছর।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে ডায়রিয়া জনিত কারনে জেসমিনা অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তার স্বামী মিঠুন কে সংবাদ দেয়। মিঠুন তখন মাঠে কৃষি কাজ করছিলো। সে মাঠ থেকে এসে দ্রুত তার স্ত্রী কে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
মেয়ের বাবা শাহিন বলেন,আমার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ছিল।সে অসুস্থ হলে আমার জামায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। কারো প্রতি আমার কোন অভিযোগ নাই।আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা হয়েছে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, লাশের ময়না তদন্ত হবে। মেয়ের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ করেনি। এবিষয়ে একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।