দামুড়হুদার মুন্সিপুর মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ অভিযানে ১১ কেজি রুপার গহনা উদ্ধার সহ একটি মোটরসাইকেল আটক করেছে।
এ রুপার গহনা উদ্ধার ও মটরসাইকেল আটক করে মুন্সিপুর বিওপি ক্যাম্প।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মুন্সিপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সীমান্তের মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯২/৫-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠের মধ্যে এ্যাম্বুশের জন্য অবস্থান করে।
এ্যাম্বুশ কালীন আনুমানিক দুপুর ২ টার দিকে মুন্সিপুর গ্রামের সীমান্ত শুন্য লাইন সংলগ্ন কাঁচারাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে।
এসময় উক্ত অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টেরপেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করে। টহলদল জব্দকৃত মোটরসাইকেলের পিছনের ক্যারিয়ারের সাথে বাধা একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগ দেখতে পায় এবং পরবর্তীতে উক্ত স্কচটেপ খুলে পলিথিনের ব্যাগের ভিতর হতে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ওজনের ভারতীয় তৈরীকৃত রুপার গহনা এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করে আটককৃত ভারতীয় তৈরীকৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায় বিজিবি।