দামুড়হুদায় জেলা প্রশাসকের উদ্যোগে ভ্যানচালক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
জানা গেছে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার জেলাবাসীকেও করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সরকারীভাবে বন্ধ রাখা হয়েছে সরকারী বেসরকারী অফিস, দোকানপাটসহ বিভিন্ন যানবাহন। এতে কর্মহীন হয়ে পড়েছে চুয়াডাঙ্গার খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ গুলো। লকডাউনে কর্মবিমুখ অসহায় ভ্যানচালক।
এ লক্ষে দামুড়হুদা উপজেলা সদরের উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার পরিবারের অভাবের কথা গত বৃহস্পতিবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর নিকট জানালে তিনি তাহার খাদ্যের ব্যবস্থা করে দেবেন বলে আশস্থ করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর পক্ষ থেকে পাঠানো খাদ্য সামগ্রী নিয়ে ভ্যানচালক গোলাম মোস্তফার বাড়িতে পৌছান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় কর্মহীন ভ্যানচালক গোলাম মোস্তফা জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।