দামুড়হুদা উপজেলা সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রকিবুল হাসান নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রকিবুল হাসান (১০) দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
এ সময় ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেন। আজ বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে দামুড়হুদা ফিলিং স্টেশনের অদূরে এ দূরঘটনা ঘটে।
স্থানীয় সৃত্র থেকে জানাযায়, দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার জহুরুল ইসলামের ছেলে দশমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তয় শ্রেণির ছাত্র রকিবুল হাসান বন্ধুদের সাথে দামুড়হুদা ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ মাঠে খেলা করতে যায়।পরে সকল বন্ধুরা বাড়ি চলে যায়। এমন সময় আরএক বন্ধুর সাথে রাস্তার পাশ্বে জাম পাড়তে গেলে কুকুরে তাকে তাড়া করে এমন সময় দিশেবিশে না পেয়ে মেইন রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩ নং ঘাতক ট্রাকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কতব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। সন্ধা হয়ে গেলে এখনও রকিবুল হাসান বাড়ি না ফেরায় তার বাবা মা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। পরে জানতে পারে তার ছেলে রকিবুল হাসান সড়ক দূরঘটনায় নিহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে।
এমন খবর পেয়ে রকিবুল হাসানের পিতা মাতা হাসপাতালে গেলে তা সত্যতা মেলে। তরতাজা ছেলে নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রকিবুল হাসানের লাশ হাসপাতালের মর্গে রাখা ছিল।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাকের নিচে পড়ে একটি শিশুর মৃত হয়েছে।ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।