সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীরণ” প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে দামুড়হুদায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় এই যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে কৃষিযন্ত্র কম্বাইন হার্ভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ কৃষি অফিসার মনিরুজ্জামান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ।
কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু এ সময় বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে কৃষি সেক্টরে কৃষি বিপ্লব ঘটেছে কৃষক ভাইদের সকল সুয়োক সুবিধা নিশ্চিত করছেন। সরকারের সকল সুযোগ সুবিধা সকলের দৌড়গোড়ায় পৌছে দেওয়া হবে বলে জানান তিনি।