দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণউপদ্রবের অপরাধে অভিযুক্ত এক ঔষধ ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।
গতকাল রবিবার দুপুর ৩ টার দিকে উপজেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি দামুড়হুদা উপজেলার সদরে চিৎলা গ্রামের মোঃ হারুন সরদারের ছেলে মোঃ রিপন মাহমুদ (৩১)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা মেডিক্যালের স্বত্বাধিকারী ঔষধ ব্যবসায়ী।
জানাগেছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপনের নিয়মিত গণউপদ্রবের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অতিষ্ঠ হয়ে পড়েন। একপর্যায়ে অভিযোগ করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের কাছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন তিনি। অভিযোগ যাচাইয়ের পর সত্যতা মিললে অভিযুক্ত রিপনকে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১ (গণউপদ্রব) ধারা অনুযায়ী ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ঔষধ ব্যবসায়ীরা অবরোধ করলে দ্রুততম সময়ে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী আসেন। একপর্যায়ে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ও স্বাভাবিকভাবে সবাইকে দোকানপাট খুলে ব্যবসা করার আহ্বান জানান।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, আসািমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে হাসপাতাল ও আশেপাশের এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।