দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১ শত গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল খালেক, নির্দেশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার এসআই মোঃ মাহবুবুর রহমান, এএসআই মোঃ মসলেম উদ্দীন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জয়রামপুর মালিথাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় জয়রামপুর মালিথাপাড়ার রহিম হোসেন এর বসত বাড়ী থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় রহিম হোসেনের স্ত্রী মোছাঃ মমতাজ খাতুন (২৪)কে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।