দামুড়হুদায় দ্বিতীয় ধাপে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ঘর পাচ্ছেন ভূমি ও গৃহহীন ৫৩ পরিবার।
বুধবার বিকাল ৪ টায় দামুড়হুদা উপজেলার হল রুমে নির্বাহী অফিসার সানজিদা বেগম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানায়।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সারা বাংলাদেশে একযোগে ২৬২২৯ টি ভৃমি ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ এই ঘরের চাবি ভৃমিহীন পরিবারকে দেয়া হবে। বিষয়টি সংবাদ সম্নেলনে নিশ্চিত করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।
আরও পড়ুন মুজিবনগরে আবারো প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৬ পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পাচ্ছেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর গ্রামের ২ পরিবার, একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৮পরিবার, নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ৭টি পরিবার, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা গ্রামের ২১টি পরিবার,পারকৃষ্নপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের ১০ পরিবার, হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেট সংলগ্ন ২টি পরিবার ও নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের ৩টি ভৃমিহীন পরিবার। সর্বমোট ৫৩টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দামুড়হুদা ভূমি এসিল্যান্ড সু দীপ্ত সিংহ দামুড়হুদা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বকুল আহম্মেদ, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হবি, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সহ সভাপতি মোজাম্মেল হক, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন, যায়যায়দিনের দামুড়হুদা প্রতিনিধি হাসমত আলী, মিরাজুল ইসলাম মিরাজ।