দামুড়হুদার জুড়ানপুর রামনগরে ঘুমন্ত অবস্থায় সর্পদংশনে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত. আমিরুলের ছেলে আতিকুর রহমান (২৮) সর্পদংশনে মৃত্যু হয়।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আতিকুর কার নিজ বাড়ির মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে গতকাল সোমবার ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সর্পদংশন করেন। কিছু ক্ষণ পর তার বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরে ডুকে একটা সাপের উপস্থিতি দেখে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে, কবিরাজ কাছে তার অবস্থার অবনতি ঘটলে সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এসময় চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে আতিকুরের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আতিকুরকে তার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। সে দরিদ্র পরিবারের সন্তান তার চায়ের দোকান ছিলো। তাদের মাটির ঘর হওয়াতে সাপ সহজেই ঘরে ডুকে কামড় দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহানা আহমেদ জানান, সকালে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেন তার পরিবারের সদস্যরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আতিকুরের মৃত্যু হয়।