দর্শনা পাকৃষ্ণপুর মাঠে তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে তুলা উৎপাদন ও চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবসে কৃষক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সাবেক তুলা ইউনিট অফিসের অফিসার সাজেদুর রহমান এর সভাপতিত্বে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে পাকৃষ্ণপুর মাঠে এ কৃষক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা ড. অব্দুস সালাম।
অতিথি ছিলেন কটোন ইউনিট অফিসার হাবিবুর রহমান ও সিরাজুল ইসলাম, দর্শনা সহকারী ইউনিট অফিসার সাইফুল ইসলাম। চাষীদের মধ্যে ছিলেন ইমদাদুল হক, জাকির হোসেন প্রমুখ।
মদনা ও পারকৃষ্ণপুর গ্রামের ৪০জন তুলা চাষী এ প্রশিক্ষনে অংশ নেয়। এ বছর তুলার উৎপাদন খুব ভালো। বিঘা প্রতি ১৫/১৮ মন হারে তুলা উৎপাদন হবে বলে তুলা কর্মকর্তারা জানান।
দামুড়হুদা উপজেলায় চলতি বছরে ৯০০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করে ৭৮০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১৮০ হেক্টর বেশী জমিতে তুলা চাষ হয়েছে। যার গড় উৎপাদন ১৫ থেকে ২০ মন। গত বছর উৎপাদন ৯০০ হেক্টর লক্ষমাত্রা নিয়ে জমিতে ৬০০ হেক্টর জমিতে তুলা উৎপাদন হয়।
আবহওয়া প্রতিকুলে থাকায় কম উৎপাদন হয়েছিল। যার গড় বিঘা প্রতি ১২ থেকে ১৫ মন। সেই তুলনায় এ বছর আবহাওয়া ভাল থাকায় ফলনও ভাল হবে বলে কর্তৃপক্ষ আসা করছেন।
-দর্শনা প্রতিনিধি