দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় প্রতাপপুর আল মুখতার হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান ক্বারী মোঃ জুবাইদুর রহমান (জুবায়েরের) সঞ্চালনা ও কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের সহ-সভাপতি মাও: আলী আহমেদ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবীবী। উদ্বোধনী বক্তব্য পেশ করেন সহ-দপ্তর সম্পাদক মাওঃ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও: রফিকুল ইসলাম নদভী, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ নিছক গতানুগতিক কোনো সংগঠনের নাম নয় এটা চুয়াডাঙ্গাবাসীর প্রাণের সংগঠন, চুয়াডাঙ্গার মানুষের দ্বীনি রাহবারি করার জন্য আপনারা এক ও ঐক্যের সাথে কাজ করবেন, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। উলামায়ে কেরামের মধ্যে যেন কেউ ফাটল তৈরি করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে এবং ঐক্যের সাথে চলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আব্দুর রাজ্জাক বলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ প্রতিষ্ঠাগ্ন থেকেই মানুষকে দ্বীনমুখী মসজিদমুখী করার চেষ্টা করছে, চুয়াডাঙ্গা জেলায় কোনো বাতিল ফেরকার ঠাঁই হবে না বলেও হুশিয়ারী করেন তিনি, তিনি বলেন ইদানীং আমরা লক্ষ্য করছি হেযবুত তাওহীদ সহ বিভিন্ন বাতিল সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে এব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। আপনারা চুয়াডাঙ্গাবাসীর ঈমান আমল রক্ষার অতন্দ্র প্রহরী। উলামায়ে কেরামকে দশটি বিশেষ গুন অর্জনের কথা বলে তিনি বলেন, আজকের এই নবীন আলেমরা আগামী দিনের চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের দায়িত্বশীল, সুতরাং আপনাদের প্রতিটি কথা, কাজ চলা-ফেরা সব কিছু উলামায়ে কেরামের শান ওয়ালা হতে হবে।
এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: জীবননগর থানা শাখা উলামা পরিষদের সভাপতি মাও: মাহবুবর রহমান গওহরী, সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, দামুড়হুদা থানা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আকবর, দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মাও: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুফতি জুনাইদ আল-আজাদ। কৃতজ্ঞতা বক্তব্য রাখেন কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি আখতারুজ্জামান ফারুকী। পরে নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়।
সবশেষে মাওলানা রফিকুল ইসলাম নদভী সাহেবের দু’আর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।