দামুড়হুদায় এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টারীর জেনেরেটরের শব্দ ও পরিবেশ দুষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন পালন করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
এ মানববন্ধন অনুষ্ঠানে ভুক্তভোগী কাজী আমিরুল ইসলাম বলেন, দামুড়হুদা-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশেই আমার বাড়ি। আর এ বাড়ির পাশেই এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টারী নামে একটি কারখানা গড়ে তোলা হয়েছে।
এ কারখানার ৫০ কেভি ক্ষমতা সম্পূর্ন জেনেরেটেরের শব্দ ও ২টি হেবি ওয়েট কন্টিনারে ফ্যাক্টারীর মালামাল তৈরীর ক্যামিক্যাল এবং রাসায়নিক দার্যদ্রব্যর দূর্গন্ধে আমি সহ আমার আসপাশের ২০টি পরিবারের বসবাসকারী লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছি।
সেই সাথে জেনেরেটরের শব্দে ও কম্পনে তার বসবাসকারী বসত বাড়ির ভবনে ফাটল ধরার কারণে বসবাসে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে যে কোন সময় ভবণটি ধ্বসে পরে মালামালের ক্ষয়ক্ষতি সহ প্রাণহানীর ঘটনা ঘটতে পারে।
তিনি অভিযোগে আরও জানান, তিনি সহ স্ত্রী দুজনে হার্টের রোগী। তারা দুজনে হার্ট সহ বিভিন্ন রোগে ভুগছে। সেই সাথে পরিবারের নাতি ছেলেদের পড়া লেখা সহ মানসিক বিকাশে বাধাগ্রস্থ হচ্ছে।
তাই এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টারির আবাসিক এলাকায় অবৈধ্যভাবে স্থাপন করায় শব্দ ও পরিবেশ দুষণ রোধ কল্পে ও রাসায়নিক পদার্থের মজুদ বন্ধ এবং মেশিনারিজ অপসারনের অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলকাবাসি।
এ বিষয়ে এন ওয়েভ এগ্রো ফুড ফ্যাক্টরির প্রডাকশন ম্যানাজার এনামুল কবির সাংবাদিকদের বলেন আমরা মালিকের সাথে আলোচনা করেছি তবে বিদুৎতের লোডশেডিংয়ের কারনে জেনেরেটর বেশি চালানো হচ্ছে। আমরা যত দ্রত পারি জেনেরেটর সরিয়ে নেব।