দামুড়হুদা উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কমিটির পক্ষ থেকে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন। প্রতিবন্ধী ফজলুর রহমান (৫০) কেশবপুর গ্রামের মৃত জাবেদ মল্লিকের ছেলে। আজ শনিবার সকাল দশটার দিকে তাদের বাড়িতে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
জানাযায়, দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত জাবেদ আলী ছেলে ফজলুর রহমান দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী থাকায় চলাফেরা করার খুব অসুবিধা হয় এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা একটা কমিটির মাধ্যমে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিনহাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান, দুই নং ওয়ার্ডের সদস্য শামসুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফজলুর রহমান বলেন, আমি হেঁটে চলাফেরা করতে পারি না। এখন হুইল চেয়ারটা পেয়ে আমি চলাফেরা করতে পারব। যারা আমাকে এই হুইল চেয়ার দিয়েছেন তাদের সর্বাঙ্গীন দোয়া কামনা করি এবং এই হুইল চেয়ারটা পেয়ে আমি খুব খুশি হয়েছি।