দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছর গ্রামীন অবকাঠামা রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন প্রকল্প বাস্তবায়ন বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, হাউলী, নাটুদহ, দামুড়হুদা সদর, ইউনিয়নের ৫৬ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪১ লাখ ১৮হাজার টাকার চেক বিতরণকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মোঃ আলী আজগার টগর বলেন, দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলো। বারবার উন্নয়নের নাম তৎকালীন ক্ষমতাশীনরা কোটি কোটি টাকা লোপাট করে নিজদের আখের গুছিয়েছে। জাতীর জনকের সুযোগ্য উত্তরসুরি আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উউন্নয়নের কাজে চলছে দূর্বার গতিতে। প্রতিশ্রুতিশীল এ সরকার দেশবাসির কাছে উন্নয়নের যা ওয়াদা করেছিল সারাদেশে উন্নয়নের মধ্য দিয়ে তা রক্ষা করছে। এরই ধারাবাহিতকায় দেশের বিভিন অঞ্চল্যের দীর্ঘদিনের অবহেলীত সড়ক নির্মান সহ বিভিন প্রকল্পের কর্মসুচি গ্রহন করছে। অবহেলীত এ জনপদের আপামর জনতা আমাকে যে ভালাবাসা দিয়েছে, আমি উউন্নয়নের মধ্যে দিয়ে তার প্রতিদান দিতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়ন নিজেকে সর্বদা নিয়াজিত রাখবো ইনশাল্লাহ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।