দামুড়হুদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরের মুক্তমঞ্চে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়ুহদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার লিয়াকত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা সাব রেজিস্ট্রার নাফিয বিন যামান।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, হযরত আলী, আব্দুল করিম, ইয়ামিন আলী, শফিকুল ইসলাম, নিজাম উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম, নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমূখ।
আলোচনার ফাঁকে ফাঁকে দামুড়হুদা উপজেলা উপজেলা শিল্পকলা একডেমির শিক্ষক আসমত আলী বিশ্বাস ও আক্কাছ আলীর নেতৃত্বে সংগীত পরিবেশন করা হয়। শুরুতেই যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত লাল চেয়ারে বসিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ। এর আগে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ১০ ও ১১ নং দুটি বেডের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু ফিতে কেটে বীর কর্ণারের শুভ উদ্বোধন করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।