দামুড়হুদা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ক শ্রেণির গৃহহীনদের জন্য (৩য় পর্যায়ের) দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ক শ্রেণির গৃহহীনদের জন্য (৩য় পর্যায়ের) দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রে কেউ গৃহহীন থাকতে পারেনা, তাই মুজিব বর্ষ উপলক্ষে এবার ৩য় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আপনাদের জন্য জমি সহ ঘর দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাষ্ট্রের সকল আদেশ ও নির্দেশ আমরা পালন করে চলতে অঙ্গীকার বদ্ধ।
একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে আপনারাও সরকারের সকল কাজে সহযোগিতা করবেন তবেই দেশ এগিয়ে যাবে, সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে বলবো আমরা বাঙ্গালী আমরা বাংলাদেশী আমরা ডিজিটাল সোনার বাংলাদেশের নাগরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ কুমার সিংহ, সমবায় অফিসার হারুন-অর-রশীদ, শামছুল ইসলাম মেম্বার সহ সুধী বৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, সুবিধা ভোগী পরিবারের সদস্য সহ এলাকার শতশত মানুষ।
উক্ত অনুষ্ঠান শুরুতেই ভিত্তি প্রস্তর উদ্বোধন করে বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম। সভা শেষে উপস্থিত অতিথি সহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।