দামুড়হুদায় শহীদ বুুুুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহ্ফুজুর রহমান মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, নূরুল ইসলাম, তমছের আলী, কাশেম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ইসহাক, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান ববি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী, দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) শামসুদ্দদোহা, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আশরাফুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, প্রতিবছর বাংলাদেশের ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান প্রথম শ্রেণির সকল বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে রাজাকার, আল বদর, আল শমস বাহিনীর সদস্যদের সহযোগিতায় হত্যা করে ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেন।