দামুড়হুদায় নারীপাচারকারী সন্দেহে ৩ জন মহিলাকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাঁটখোলাপাড়ার মতিয়ার রহমানের স্ত্রী শেফালী খাতুন(৫০), শাহাজাহান আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) ও আইয়ুব ফকির এর স্ত্রী মালেকা খাতুন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আজ সোমবার দুপুরে উপজেলার হাতিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী হাতিভাঙ্গা গ্রামের রিপন আলীর মেয়ে রিয়া খাতুন (১১), সুইট আলীর মেয়ে সারিকা (১১) দ্বয়কে বিভিন্ন প্রোলোভন দেখিয়ে ৩ জন অপরিচিত মহিলা নিয়ে যেতে চাইলে বাচ্চাদের চিৎকারে এলাকাবাসি ছুটে এসে হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার জনসাধারণ কর্তৃক উক্ত ৩ জন মহিলাকে অপহরণকারী সন্দেহে এলাকাবাসি আটক করে রাখে।
স্থানীয় জনসাধারণ উক্ত মহিলাদের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং তারা উক্ত মহিলা আসামিদেরকে পুলিশ হেফাজতে দিবে না মর্মে জানায়। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার উপস্থিতিতে ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলীর সহযোগিতায় উক্ত আসামীদেরকে পুলিশ হেফাজতে নেন।
এলাকার লোকজন স্কুলের প্রধান শিক্ষক ফারুক এর প্রতিও অত্যান্ত খিপ্ত ও চরাও হয়। বিপুল সংখ্যক জনসাধারন স্কুলে অবস্থান করে। খোঁজ নিয়ে জানা যায় প্রধান শিক্ষক সবসময় স্কুলের গেট বন্ধ রাখে, যার কারনে স্কুলের ভিতর কি হচ্ছে না হচ্ছে এলাকাবাসি জানতে পারে না। গ্রেফতারকৃত মহিলা আসামীগন বর্তমানে দামুড়হুদা মডেল থানা হেফাজতে আছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা পক্রিয়াধীন, আসামীদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।