দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায় সরকারী গৃহ নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন খুলনা বিভাগপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রশিদ ।
জানা গেছে, গতকাল দুপুর ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের সরকারের দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩২ টি, পাঠাচোরায় ১ টি নির্মাণাধীন ঘর এবং দর্শনা পৌরসভার অন্তর্ভুক্ত কালিদাসপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে দেওয়া নির্মিত ৫ টি ঘর পরিদর্শন করেন। এসময় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) আব্দুর রশিদ প্রতিটি ঘর ঘুরে দেখেন এবং ঘরের কাজের অগ্রগতি এবং গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,সহকারী কমিশনার ( ভূমি) সুদীপ্ত কুমার,মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সহকারী কমিশনর( ভূমি) নাজমুল আলম উদয়,প্রকল্প কর্মকর্তা আশরাফ হেসেন, উপজেলা ইঞ্জিনিয়ার খালিদ হোসেন ,হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, খায়রুল কবীর দিনার প্রমূখ।