চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনি, পুরস্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে সমাপনি অনুষ্ঠান ও মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান মনজু,উপরজলা সহকারী কমিশনার(ভ’মি) সুদীপ্ত কুমার সিংহ,বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার (ওসি) তদন্ত আব্দুল্লা আল মামুন, বীরমুক্তিযোদ্ধা আছির উদ্দীন।
অনুষ্ঠান শেষে মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলার স্টলে প্রথম প্রস্কার পান উপজেলা স্বাস্থ্য বিভাগ,২য় উপজেলা পরিবার পরিকল্পনা ও ৩য় উপজেলা কৃষি অফিস বাকিদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও ৭মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ভাষন,কবিতা আবৃত্তি,চিৎত্রাঅংকন, সাংকৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুন।