প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় দামুড়হুদা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণ ও গৃহনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিকসুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে ২৫জনকে শিক্ষা উপকরণ, ১৩জনকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান, ১০জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান, ৫টি পরিবারকে ঘর প্রদানের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।