দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল সংলগ্ন মায়ের দোয়া বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার সরজমিনে বেকারীতে গেলে দেখা মেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দৃশ্য। সেখানে গিয়ে দেখা মেলে বেকারীর মেঝেতে ফেলে রাখা হয়েছে পাউরুটি ও বিস্কুট তৈরির উপাদানগুলো।
যে উপদানগুলোতে মাছি ভিন ভিন করছে। এছাড়াও ওই বেকারীর কর্মচারীরা মহিলা পুরুষ সম্মিলিত ভাবে নোংরা পরিবেশে খাবার তৈরি করছে। যে খাবারে ব্যবহার হচ্ছে নিম্ন মানের উপদান ও পচা বাশি তেল ও আটা।
ওই সকল উপাদানের তৈরি খাবার খেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা মন্তব্য করছেন। ভুক্তভোগী সহ শুধীজনরা নোংরা পরিবেশে খাবার তৈরি বন্ধে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে বেকারী মালিক আবু বক্কর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এখানে নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে না। যে পরিবেশে খাবার তৈরি হচ্ছে আমি এভাবেই খাবার তৈরি করবো।