দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে ৪ টি বেকারীতে জরিমানা আদায় করা হয়েছে বিভিন্ন জায়গায় স্বাস্হ্য বিধি অনুসারে মাক্স রিধান না করা,স্বাস্থ্যবিধি না মানা, চায়ের দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধে এসকল ক্ষেত্রে বিভিন্ন জনকে ৭ টি মামলায় ৭৮০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার সুদীপ কুমার সিংহ এর নেতৃত্ব
প্রতিটি পন্যের উৎপাদন ও মেয়াদীত্তোর্ন তারিখ ও মুল্য লেখা না থাকা,কোনটার লেবেল না থাকা কারনে মায়া বেকারী,ভাইভাই বেকারী ও সাইদ বেকারী নামে ৩ টি বেকারির মালিক কে অর্থ দন্ড দেওয়া হয়।এছাড়া ক্ষতিকর রং ব্যবহার না করা,চিনির পরিবর্তে সাল্টু,খাবারের লবনের পরিবর্তে গরুর লবন,ক্ষতিকর আমেনিয়াম নাইট্রেট ব্যবহার না করা,মেয়াদীত্তোর্ন পন্য বিনষ্ট করা ও আলাদা রাখার ব্যাপারে মুচলেকা নেওয়া ও সতর্কতা
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অধিকাংশ জনগনকে সচেতন করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।এছাড়া দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে ও তদারকি করা হয়। সকল ব্যবসায়ী কে আরো দায়িত্বশীল ও মানবিক আচরণ করার জন্য অনুরোধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সময় স