চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক চারটি সীমান্তে বিজিবির পাঁচটি অভিযানে ভারতীয় সাতটি গরু ও ১১টি মহিষ আটক করা হয়েছে।
রবিবার দিনব্যাপি এসব অভিযান চলে। আটককৃত গরু ও মহিষের মূল্য ২৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৫টায় দামুড়হুদার ঠাকুরপুর, সাড়ে ৫টায় চাকুলিয়া ও বড়বলদিয়া, সাড়ে ৭টায় চাকুলিয়া এবং বিকাল ৪টায় ওসমানপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ঠাকুরপুর এলাকা থেকে ৫টি গরু ও ৩টি মহিষ, চাকুলিয়া এলাকা থেকে ১টি গরু ও ৬টি মহিষ, বড়বলদিয়া এলাকা থেকে ২টি মহিষ এবং ওসমানপুর এলাকা থেকে ১টি গরু আটক করা হয়।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি