মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতা ভোগীদের দুইদিন ব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ শুরু করা হয়।
মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সহোযোগীতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।
প্রশিক্ষণের সময় দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল উপস্থিত ছিলেন।
এ সময় ৩৫ জন মাতৃত্বকালীন ভাতা ভোগীদের মাঝে করোনা প্রতিরোধে করনীয়, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধ,মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।