জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রশিক্ষণের আয়োজন করেছি। যাতে করে আমরা তরুন যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান ও দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারি। এর আগের কোন সরকার এভাবে কোন চিন্তা ভাবনা করেনি। মহিলা ও শিশু বিষয়ক আধিদপ্তরের অধীনে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ও তাদের আর্থিক ঋণসহ উৎপাদিত পণ্য এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৩০ নারী সংগঠনের মধ্যে সাধারণ ও বিশেষ আনুদানের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী একথা বলেন। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থ বছরের ৩০টি সমিতির অনুকূলে সাধারণ ও বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুন, মহিলা সমিতির সাধারণ সম্পাদক নুর জান্নাত নিলা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা প্রমুখ।