কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় অভিযান জ্বালানি কাঠ পুড়ানোর দায়ে ইটভাটা মালিকের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের অনিক ব্রীক্স এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুরের বিভিন্ন এলাকায় অনুমোদহীন অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাদিয়া এলাকায় ইনছান আলীর অনিক ব্রীক্স নামক ইটভাটায় অভিযান চালায়। এ
সময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ (৬) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটা মালিক ইনছান আলীর ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য দৌলতপুরে ২৬টি অবৈধ ইটভাটায় অবাঁধে পুড়ানো হচ্ছে কাঠ। একই সাথে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে মাটি। ফলে একদিকে ধ্বংশ হচ্ছে ফসলি জমি, অপরদিকে উজাড় হচ্ছে সবুজ বৃক্ষ।
আর সেইসাথে পরিবেশ হচ্ছে বিপন্ন। এসব অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ মন্ত্রনালয় থেকে নিদের্শ দেওয়া হলেও সে নির্দেশনা উপেক্ষা করে অবৈধ এসব ইটভাটা মালিকরা অবাঁধে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজন আরো অভিযান, এমন দাবি সচেতন মহলের।