ধর্ষক বাহিনীর মতোই বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। তবেই নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।
গতকতাল শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিকস হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ইনু আরো বলেন, অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে তারা দরিদ্র মানুষকে অবর্ণনীয় কষ্ট দিচ্ছে। যার ফলে বাজারে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট হচ্ছে। আর তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংঘবদ্ধ ধর্ষক বাহিনীর মতোই বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডায়াবেটিস সমিতির সভাপতি সোহেল মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজিদ লোটাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিনসহ কমিটির সদস্যবন্দৃসহ সকল আজীবন সদস্যবৃন্দ।