দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪ বিঘা জমির শিম গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতিগ্রস্ত্র কৃষকের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, জগন্নাথপুর গ্রামের খাতুন নেছার ছেলে আক্তার শাহাবুদ্দীন সহ গোলাম মোল্লার ছেলে শহীদ গংয়ের সাথে প্রায় ৮ বিঘা জমি নিয়ে মামলা মোকর্দ্দোমা চলে আসছে মনো মল্লিকের ছেলে আক্কাচ মল্লিক ও রাজ্জাক মল্লিক গংয়ের সাথে।
জমিজমা সংক্রান্ত একটি মামলায় বিজ্ঞ আদালতের রায় আসে শাহাবুদ্দীন গংয়ের পক্ষে। পরবর্তীতে রাজ্জাক গং বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করে নাটুদা ক্যাম্প।
শাহাবুদ্দীন জানান কিন্তু হঠাৎ করেই শনিবার গভীর রাতে সে সহ তার ভাই আক্কাচ মল্লিক,আক্কাচ মল্লিকের ছেলে মোস্তাফা,রাজ্জাকের ছেলে শাহাবুদ্দীন,আক্কাসের জামাই আ:আলিম মিলে আমাদের জমির ৪ বিঘা শিমগাছ পুরো কর্তন করেছে।এবং তারা আমাদের প্রতিনিয়ত নানান ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।এ বিষয়ে শাহাবুদ্দীন গং বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে আক্কাচ মল্লিক ও রাজ্জাক মল্লিকের বাড়িতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।