মাসুমা আক্তার মাধবী, দিনাজপুর দলের রেইডার এবং ডিফেন্ডার রিয়া আক্তার। মাসুমা আক্তার মাধবী, দিনাজপুর দলের রেইডার এবং ডিফেন্ডার রিয়া আক্তার।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্বে দেশের দূরদূরান্ত হতে কিশোর-কিশোরীরা ঢাকায় পল্টন ময়দানের ম্যাটে লড়াই করছেন। নজর কাড়ছেন, প্রতিভা ছড়াচ্ছেন। দিনাজপুরকে কোয়ার্টার ফাইনালে তোলা দুই নারী খেলোয়াড় নিজেদের আলাদা করে চেনালেন। মাসুমা আক্তার মাধবী, দিনাজপুর দলের রেইডার এবং ডিফেন্ডার রিয়া আক্তার।
মাধবী বললেন, ‘আমার সামাজিক প্রতিবন্ধকতা ছিল। অভিভাকদের অনেকে বলতেন, আপনাদের মেয়ে হাফপ্যান্ট পরে খেলছে। এটা দেখতে কেমন লাগে? এ কথা শোনার পরও আমার বাবা-মা পুরোপুরি সাপোর্ট দিয়েছেন। বাবা বলতেন, আমার মেয়ে খেলছে, তাকে নিয়ে আমি গর্বিত। অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। ক্লাস ফাইভে পড়া অবস্থায় অনেক মেয়ের বাল্যবিবাহ হচ্ছে। এ কারণে তৃণমূলেই প্রতিভা হারিয়ে যায়। পাশাপাশি অনেক পরিবার মেয়েদের খেলাকে সমর্থন করে না। খেলাধুলা চালু থাকলে বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ থেকে মুক্ত থাকতে পারবে সমাজ।’ মাধবী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ডিফেন্ডার রিয়া আক্তার বললেন, আমাকে যদি অপশন দেওয়া হয়—ক্রিকেট, ফুটবল ও কাবাডির মধ্যে একটি খেলা বেছে নিতে হবে। আমাকেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। ছোট পোশাক পরে কাবাডি খেলতে হয়। এ কারণে সমাজে অনেকে আমাদেরকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয় না। নানা কটু কথা শুনতে হয়। আমাকে শুনতে হয়েছে। আমার মামা শাহিনূর ইসলাম আমাকে খেলার বিষয়ে সবসময় উত্সাহ দিতেন। এখনো দিয়ে যাচ্ছেন।
আজ বালিকা কোয়ার্টার ফাইনালে ময়মনসিংহ-দিনাজপুর, বরিশাল-ব্রাক্ষ্মণবাড়িয়া, ফরিদপুর-ঝিনাইদাহ ও নড়াইল-বগুড়া এবং বালকদের লড়াইয়ে মৌলভীবাজার-রংপুর, গোপালগঞ্জ-বগুড়া মুখোমুখি হবে। বালকদের কোয়ার্টার ফাইনাল সকাল ৯টা ও বালিকাদের খেলা সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে। আজ সন্ধ্যায় সেমিফাইনাল লড়াই