কুমারী মেয়ের স্কার্ট থেকে তুলে নিলে ফুল
অমনিই ছিটকে পড়ল চাঁদের আলো
সম্ভ্রমের যন্ত্রণায় নৈর্ব্যক্তিক শুভ্র বালিকা কেঁদে কেঁদে বিধাতাকে সব বলে দিলো
অসভ্য পৃথিবীর পৌরাণিক গল্প!
পৃথিবীর সবচেয়ে নিকটতম বৃক্ষের ফলবান ডালে বসে গাইতো যে চীনপাখি,
তার পায়ে অদৃশ্য ভাইরাস
রথী-মহারথীরা ডাল কাটবে না পাখি উড়িয়ে দেবে কিছুই বোঝে না!
হিমঘরে বিধাতা সেজে এতদিন যারা সরষে ফুলের আবাদ করছিলেন
তাদের বিপদে পৃথিবী সংরক্ষক মুখে কুলুপ এঁটে তামাশা দেখছেন
মৃত্যু ও সময়ের বিবেকহীন ধেয়ে চলা দেখে
জাস্টিন ট্রুডোর চোখ থেকে নেমে আসে চীনের নদী-হোয়াংহো