প্রতি বছরের মতো এবারো মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিদের মধ্যে বিতরণ করা হয়েছে পুরস্কার। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
শুক্রবার বিকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬ টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীর ও মাথাভাঙ্গা ব্রীজের উপরে ছিলো হাজারো মানুষের উপচে পড়া ভীড়।
বিকাল সাড়ে ৪ টার দিকে মাথাভাঙ্গা নদীর পারকৃষ্ণপুর ভিমখালী ঘাট থেকে মেমনগর ব্রীজঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদীপথে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়, পারকৃষ্ণপুরের কৃষ্ণ, রবি, বৈদ্যনাথ, সুকুমার, সুবল ও ভবেসের দল।
৬ টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কৃষ্ণ ও তার দল, ২য় হয়েছে রবি ও তার দল ও ৩য় হয়েছেন বৈদ্যনাথ ও তার দল।
মেমনগর ব্রীজ সংলগ্ন পার্ক মঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহি খেলা। নদী মাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্তান্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমান করলো। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা অবশ্যই প্রসাংশার দাবীদার।
এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্ল করে। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা।
হাজি আইয়ুব আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌকা বাইচ প্রতিযোগীতা কমিটির আহ্বায়ক জিয়াউল হক, আহসান হাবীব, সোহরাব হোসেন, খায়র“ল বাসার, আ.আলীম, আলী আহম্মদ, নজর“ল ইসলাম, ফয়সাল প্রমুখ। উপস্থাপনা করেন সাংবাদিক হানিফ মন্ডল। রাত ৮ টায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান গেয়ে দর্শক মাতান ধীরু বাউল ও তার দল।