দিনাজপুরে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ট্রফি ঘরে তুলে নিয়েছে রংপুর জেলা দল।
শুক্রবার চূড়ান্ত খেলায় রংপুর ৩-০ গোলে পঞ্চগড়কে হারিয়ে জোন চ্যাম্পিয়ন হয়। রংপুরের রীতা আকতার ২টি এবং শারমিন ১টি গোল করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল।
দিনাজপুর স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলা শুরুর পর থেকেই রংপুর আক্রমণাত্বক খেলতে থাকে। প্রথমার্ধের ১৭ মিনিটে রীতা প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আবারো রংপরের ফুটবলাররা আক্রমণ চালিয়ে রীতা ও শারমিন ১টি করে গোল করে। শেষ পর্যন্তু পঞ্চগড় গোল করতে ব্যর্থ হওয়ায় ৩-০ গোলে রংপুর জয়লাভ করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দিনাজপুর স্টেডিয়ামে বিকেলে মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দিনাজপুরে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে সাতটি জেলা অংশ নেয়। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাও ও স্বাগতিক দিনাজপুর।