পথের ধারে কত ছেলে
ছিন্ন জামা গায়,
শীতে কাঁপে সারা দেহ
নেই জুতা তার পায়।
পেটের ক্ষুধায় দ্বারেদ্বারে
দেয় তাড়িয়ে কেউ,
পায় না তারা মহাজনের
ভালোবাসার ঢেউ!
কেউ করে না আদর-সোহাগ
পায় না কারও চুম,
শীত দাপটে জড়সড়
হয় না সুখের ঘুম।
প্রভুর সৃষ্টি তারাও মানুষ
বাড়িয়ে দানের হাত,
আনবো মুখে দেখব হাসি
দিবস এবং রাত।