একমাত্র বিদ্যুৎচালিত ইজিবাইক হারিয়ে শামীম বিশ্বাস ওরফে ডাবলু ও তার পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবার জুড়ে শুরু হয়েছে কান্নার রোল।
পরিবারের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি বুধবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতের কোনো এক সময় বাড়ির প্রধান ফটকের তালাভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরের দল।
এক বছর পূর্বে শামীম হোসেনের আরও একটি ইজিবাইক বাড়ির উঠান থেকে চুরি করে নিয়ে গেছিলো চোরের দল।
শামীম বিশ্বাসের স্ত্রী আমিরন নেছা জানান, গত বছর একটি ইজিবাইক চুরি করে নিয়েছিল চোর। এরপর এনজিও সংস্থা উদ্দীপনের কাছ থেকে ৬০ হাজার, ব্র্যাকের কাছ থেকে ৫০ হাজার টাকা ও ব্যুরো বাংলাদেশের কাছ থেকে ৩৫ হাজার টাকা ঋণ নিয়ে একটি নতুন ও একটি পুরানো ইজিবাইক কিনেছিলাম। প্রতি সপ্তাহে এসব এনজিওকে প্রায় ২৫ শ টাকা করে কিস্তি দিতে হয়। আমার স্বামী একজন এ্যাজমা রোগী। ইজিবাইকে ভাড়া মেরে যে টাকা আয় হয় তা দিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। আমি লোকের বাড়িতে ঝি’য়ের কাজ করে তিন সন্তান নিয়ে সংসার চালিয়ে আসছি। এর উপর এই মাসে ১০ হাজার টাকা বিদ্যুৎ বীল এসেছে। সমিতির লোকজন কিস্তির টাকা নিতে আসছে। সব মিলে আমার সংসার এখন দিশেহারা হয়ে পড়েছি।
আমিরন নেছা আরো জানান. আমার বাড়ির পাশেই চোরের বাড়ি। আমার বাড়িতে চুরি হওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।